কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার

0
6
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
তাজমিন নাহার শাপলা ও মো. ইমান আলী

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে’ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিন পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কার হওয়া নেতারা হলেন– চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইমান আলী; ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপি ও কৃষক দলের সদস্য সেকান্দার আলী চাঙ্গা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি তাজমিন নাহার শাপলা।

এ ব্যাপারে জানতে উপজেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি মো. ইমান আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি দলীয় সিদ্ধান্তের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘দল যে সিদ্ধান্ত নিয়েছে নিক। আমার কোনও মন্তব্য নেই।’

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ায় রৌমারীর ওই তিন নেতাকর্মীকে শোকজ করা হয়েছিল। তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় দল বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে